Wellcome to National Portal

*** জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট (জুন, ২০২২ পর্যন্ত): বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লক্ষ ২৮ হাজার ৯১১ জন; জনসংখ্যার ঘনত্ব-১,১৬৩ জন (প্রতি বর্গকিলোমিটার); জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার-১.৩৫%। *** পটুয়াখালী জেলা: মোট জনসংখ্যা-১৭ লক্ষ ২৭ হাজার ২১৮ জন (পুরুষ- ৮,৪৩,৩৭৫ জন, নারী- ৮,৮৩,৮৪৩ জন); মোট খানার সংখ্যা-৪ লক্ষ ২৪ হাজার ৭৪৩ টি; খানার গড় আকার-৪.০১; স্বাক্ষরতার হার (৭+ বছর)- ৭৬.৭০% (পুরুষ- ৭৮.৬৪%, নারী-৭৪.৮৭%) *** পটুয়াখালী সদর উপজেলা: মোট জনসংখ্যা-৩ লক্ষ ৫৪ হাজার ৮০০ জন (পুরুষ- ১,৭৩,৫৬৪ জন, নারী-১,৮১,২৩৬ জন); মোট খানার সংখ্যা-৮৫,৫২৪ টি; খানার আকার-৪.০৮; স্বাক্ষরতার হার (৭+ বছর)- ৭৯.৪৪% (পুরুষ-৮১.৮৬%, নারী-৭৭.১৫%) ***

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রতিবছরের ন্যায় গত ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ দেশব্যাপী 'জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪' পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য-'স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান'

খবর

    উপজেলা পরিসংখ্যান কার্যালয়, পটুয়াখালী সদর, পটুয়াখালীতে স্বাগতম

    উপজেলা পরিসংখ্য়ান কার্যালয়, পটুয়াখালী সদর, পটুয়াখালী-এর অফিসিয়াল ওয়েবসাইটে স্বাগতম। এই ওয়েবসাইটটি উপজেলা পরিসংখ্য়ান কার্যালয়, পটুয়াখালী সদর, পটুয়াখালী'র বর্তমান কার্যাবলী এবং তথ্য সংরক্ষণের একটি প্রদর্শনী স্থান। আপনার কাঙ্খিত তথ্য খুঁজে পেতে পৃষ্ঠা ও লিংকের মাধ্যমে ব্রাউজ করুন। এই কার্যালয়টি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের একমাত্র অধিদপ্তর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর মাঠ পর্যায়ের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের একমাত্র জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে কাজ করছে। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের পর বাংলাদেশে সঠিক পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে পরিসংখ্যানের গুরুত্ব উপলব্ধি করে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারার ফলশ্রুতিতে ও তাঁর দিক-নির্দেশনায় ১৯৭৪ সালে আগষ্ট মাসে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা ৪টি পরিসংখ্যান অফিস (পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ব্যুরো, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি পরিসংখ্যান ব্যুরো ও কৃষি শুমারি কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আদমশুমারি কমিশন)-কে একীভূত করে সৃষ্টি করা হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। পরিকল্পিত উন্নয়নে সঠিক ও গুণগত পরিসংখ্যানের গুরুত্ব অনুধাবনের লক্ষ্যকে সামনে রেখে সকল স্তরের অংশীজনদের সাথে নিয়ে প্রতিবছর ২৭ ফেব্রুয়ারি দেশব্যাপী জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়। আসুন ’পরিসংখ্যানে তথ্য দিই, পরিকল্পিত উন্নয়নে অংশ নিই’।