Wellcome to National Portal

*** জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট (জুন, ২০২২ পর্যন্ত): বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লক্ষ ২৮ হাজার ৯১১ জন; জনসংখ্যার ঘনত্ব-১,১৬৩ জন (প্রতি বর্গকিলোমিটার); জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার-১.৩৫%। *** পটুয়াখালী জেলা: মোট জনসংখ্যা-১৭ লক্ষ ২৭ হাজার ২১৮ জন (পুরুষ- ৮,৪৩,৩৭৫ জন, নারী- ৮,৮৩,৮৪৩ জন); মোট খানার সংখ্যা-৪ লক্ষ ২৪ হাজার ৭৪৩ টি; খানার গড় আকার-৪.০১; স্বাক্ষরতার হার (৭+ বছর)- ৭৬.৭০% (পুরুষ- ৭৮.৬৪%, নারী-৭৪.৮৭%) *** পটুয়াখালী সদর উপজেলা: মোট জনসংখ্যা-৩ লক্ষ ৫৪ হাজার ৮০০ জন (পুরুষ- ১,৭৩,৫৬৪ জন, নারী-১,৮১,২৩৬ জন); মোট খানার সংখ্যা-৮৫,৫২৪ টি; খানার আকার-৪.০৮; স্বাক্ষরতার হার (৭+ বছর)- ৭৯.৪৪% (পুরুষ-৮১.৮৬%, নারী-৭৭.১৫%) ***

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পরিসংখ্যানিক তথ্য ও সেবা
বিস্তারিত

নাগরিক সেবার তথ্য সারণি

সেবা প্রদানকারী অফিসের নাম : উপজেলা পরিসংখ্যান অফিস, পটুয়াখালী সদর, পটুয়াখালী

ক্রমিক

নং

সেবার নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী

সংক্ষেপে সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় ও খরচ

সংশ্লিষ্টআইন-কানুন

/ বিধি-বিধান/ নীতিমালা

নির্দিষ্ট সেবা পেতে

ব্যর্থ হলে পরবর্তী

প্রতিকারকারী কর্মকর্তা

০১

জরিপ এবং শুমারির তথ্য প্রদান

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা

আবেদনপত্র প্রাপ্তির পর রেকর্ডভুক্ত করে আবেদনকারী-কে রেকর্ড ভুক্তের ইস্যু নম্বর প্রদান করা হয়। অত:পর আবেদনপত্র উপপরিচালক এর  নিকট পেশ করা হয়। নির্দেশিত হয়ে অফিস সহকারী যাচাই বাছাই করে নির্দিষ্ট ফরমেটে তথ্য উপস্থাপন করেন। উপপরিচালক এর অনুমোদন ও স্বাক্ষরের পর আবেদনকারীকে তথ্য প্রদান করা হয়।

 

১-৩দিন ;

বিনামূল্যে (তবে সিডি তে সরবরাহের ক্ষেত্রে সিডি/সিডির মূল্য দিতে হবে)

১. তথ্য অধিকার আইন-২০০৯

২. তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত ) বিধিমালা , ২০০৯

৩. পরিসংখ্যান আইন -২০১৩

উপপরিচালক, জেলা পরিসংখ্যান অফিস, পটুয়াখালী

০২

জনসংখ্যার প্রত্যয়নপত্র প্রদান

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা 

আবেদনপত্র প্রাপ্তির পর রেকর্ডভুক্ত করে আবেদনকারী-কে রেকর্ড ভুক্তের ইস্যু নম্বর প্রদান করা হয়। অত:পর আবেদনপত্র উপপরিচালক এর নিকট পেশ করা হয়। নির্দেশিত হয়ে অফিস সহকারী যাচাই বাছাই করে নির্দিষ্ট ফরমেটে তথ্য উপস্থাপন করেন। উপপরিচালক এর অনুমোদন ও স্বাক্ষরের পর আবেদনকারীকে তথ্য প্রদান করা হয়।

 

১-৩দিন ;

বিনামূল্যে (তবে সিডি তে সরবরাহের ক্ষেত্রে সিডি/সিডির মূল্য দিতে হবে)

১. তথ্য অধিকার আইন-২০০৯

২. তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত ) বিধিমালা , ২০০৯

৩. পরিসংখ্যান আইন -২০১৩

উপপরিচালক, জেলা পরিসংখ্যান অফিস, পটুয়াখালী